লর্ডস টেস্টে দুর্বল আয়ারল্যান্ডের উপর রীতিমতো ‘অত্যাচার’ চালাচ্ছে ইংল্যান্ড। স্টুয়ার্ট ব্রডের দাপুটে বোলিংয়ের সুবাদে আইরিশদের প্রথম ইনিংসে সস্তায় গুটিয়ে দেয় ব্রিটিশরা। পালটা ব্যাট করতে নেমে ধুমধাড়াক্কা ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। ঠিক যেন টেস্টের মঞ্চে ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতি সারছেন বেন স্টোকসরা।
লর্ডস টেস্টে টস জিতে আয়ারল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। আয়ারল্যান্ড ৫৬.২ ওভারে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৭২ রানে। দলের হয়ে সব থেকে বেশি ৩৬ রান করেন ওপেনার জেমস ম্যাকালাম। এছাড়া পল স্টার্লিং ৩০ ও কার্টিস ক্যাম্ফার ৩৩ রান করেন।
খাতা খুলতে পারেননি অ্যান্ডি বলবির্নি, হ্যারি টেকটর ও গ্রাহাম হিউম। পিটার মুর করেন ১০ রান। ১৮ রানের যোগদান রাখেন উইকেটকিপার লরকান টাকার। ১৯ রান করে আউট হন অ্যান্ডি ম্যাকব্রায়ান। মার্ক আডায়ার করেন ১৪ রান। ১ রান করে সাজঘরে ফেরেন ফিয়ন হ্যান্ড।
ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে একাই ৫টি উইকেট দখল করেন স্টুয়ার্ট ব্রড। তিনি ১৭ ওভার বল করে ৫টি মেডেন-সহ ৫১ রান খরচ করেন। জ্যাক লিচ ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ৩৬ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন ম্যাথিউ পটস। প্রথম ইনিংসে উইকেট পাননি অভিষেককারী জোশ টাঙ্গ।
আরও পড়ুন:- IND vs PAK Hockey Junior Asia Cup Final: পাকিস্তানকে হারিয়ে রেকর্ড চতুর্থবার হকির জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই ঝড়ের গতিতে রান তুলতে থাকে। তারা প্রথম দিনের খেলা শেষ করে ১ উইকেটে ১৫২ রান তুলে। উল্লেখযোগ্য বিষয় হল, ইংল্যান্ড এখনও পর্যন্ত তাদের প্রথম ইনিংসে ব্যাট করেছে মাত্র ২৫ ওভার। সুতরাং, ওভার প্রতি ৬.০৮ গড়ে রান তুলেছে তারা।
আরও পড়ুন:- ৭৪ থেকে একলাফে বেড়ে যেতে পারে IPL-এর ম্যাচ সংখ্যা, ইঙ্গিত চেয়ারম্যান অরুণ ধুমলের
ওপেনার জ্যাক ক্রাউলি মাত্র ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। হ্যান্ডের বলে তাঁর হাতেই ধরা দেন ক্রাউলি। অপর ওপেনার বেন ডাকেট ৫৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি প্রথম দিনের শেষ ৭১ বলে ৬০ রান করে নট-আউট থাকেন। ৮টি চার মারেন ডাকেট। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন ওলি পোপ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।