কলকাতায় মারাদোনা: স্মৃতির অ্যালবামে এখনও সতেজ অজস্র ছবি
Updated: 26 Nov 2020, 06:55 PM ISTখেলা-পাগল কলকাতা ২০০৮ সালে ধন্য হয়েছিল ফুটবলের রাজপুত্রের পদার্পণে। মোহনবাগানের সংবর্ধনা সভা থেকে ফিদেল কাস্ত্রোর সুহৃদ পরিচয়ে বর্ষীয়ান জ্যোতি বসুর সঙ্গে সাক্ষাৎ, সেই স্মৃতিতে আজও আবিল মহানগর। চিরপ্রিয় দিয়েগোর প্রয়াণে শোকস্তব্ধ হৃদয়ে ফিরে দেখা সেই সব সোনালি মুহূর্তের জাম্পকাট।
পরবর্তী ফটো গ্যালারি