আর্থিক দিক থেকে ধুঁকছে একটা দেশ। জীবনযাপন অসহনীয় হয়ে উঠেছে। ক্ষণিকের জন্য সেই দেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে দিল একটি দুর্ধর্ষ ইনিংস। ২৫ বলে অপরাজিত ৫৪ রানের সেই ইনিংসের সুবাদে রাতারাতি শ্রীলঙ্কার মানুষের কাছে নায়ক হয়ে উঠেছেন দাসুন শানাকা।
শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরে নেন অজিরা। সেই নিয়মরক্ষার ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে কার্যত একা হাতে ম্যাচ জিতিয়ে দেন শানাকা। জয়সূচক রানের পরেই গ্যালারিতে উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। বিশেষত শ্রীলঙ্কার জার্সি পরা এক কিশোরের উচ্ছ্বাসের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বক্তব্য, ক্রিকেট সত্যিই আপনাকে চাঙ্গা করে দিতে পারে।
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ
সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুটা তেমন ভালো না হলেও নির্ধারিত পাঁচ উইকেটে ১৭৬ রান তোলেন অজিরা। ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। ২৩ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মার্কাস স্টইনিস। শ্রীলঙ্কার হয়ে চার ওভারে ২৫ রান নেন দু'উইকেট নেন মাহিশ থিকসানা।
আরও পড়ুন: SL vs AUS: ডেথ ওভারে সর্বোচ্চ রান করে জয় শ্রীলঙ্কার! বিশ্বরেকর্ড IPL-এ না থাকা খেলোয়াড়ের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।