অক্ষরের রান-আউট হওয়া যেন লেখা ছিল সফটওয়্যারে বাঁধা কম্পিউটার প্রোগ্রামে, ধন্য ধন্য রব স্মিথ-ক্যারির ফিল্ডিংয়ে: ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 23 Mar 2023, 03:22 PM IST-
মাঝপিচ থেকে ইউটার্ন নিয়ে অক্ষর ক্রিজে ফেরার চেষ্টা করেন। ঠিক তখনই সকলকে চমকে দেন স্মিথ। তিনি উঠে দাঁড়ানো তো দূরের কথা, ডাইভ দিয়ে বল ধরা মাত্রই সাইড-আর্ম থ্রোয়ে বল ঠেলে দেন স্টাম্পের দিকে। স্টার্কের বলে ক্যারি অনেক দূরে কিপিং করছিলেন। তিনি সামনের দিকে শরীর ছুঁড়ে গড়িয়ে যাওয়া বল ধরে স্টাম্পে লাগিয়ে দেন। অক্ষর ততক্ষণে ক্রিজে পৌঁছতে পারেননি।
এত দ্রুত সবকিছু ঘটে, অক্ষরের পক্ষে পরিস্থিতি বুঝে ওঠাই সম্ভব হয়নি। সঙ্গত কারণেই স্মিথ-ক্যারির এমন ফিল্ডিং নিয়ে ধন্য ধন্য রব ক্রিকেটমহলে।
শুধু তৃতীয় ওয়ান ডে ম্য়াচেই নয়, বরং টেস্ট সিরিজ থেকে শুরু করে এবারের ভারত সফরে নিজের ফিল্ডিংয়ে সকলকে মুগ্ধ করেন স্মিথ। বিশাখাপত্তনমে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে স্টিভ স্মিথ স্লিপে হার্দিক পান্ডিয়ার অবিশ্বাস্য ক্যাচ ধরেন। স্মিথের ক্যাচ দেখে রীতিমতো হতবাক হয়ে যান ধারাভাষ্যকাররাও। সঞ্জয় মঞ্জরেকর, গৌতম গম্ভীরদের দাবি, কোনও ফিল্ডারের পক্ষে শরীর ছুঁড়ে এর থেকে বেশি দূরের বল ধরা সম্ভব নয়। গত টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে লেগ স্লিপে ফিল্ডিং করার সময় লিয়নের বলে চেতেশ্বর পূজারার দুর্দান্ত একটি ক্যাচ ধরেন স্মিথ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।