বাংলা নিউজ > ময়দান > BENG vs NAGA Ranji Trophy: নাগাল্যান্ডকে ১২৩ রানে গুটিয়ে দিয়ে রঞ্জিতে বিরাট জয় বাংলার

BENG vs NAGA Ranji Trophy: নাগাল্যান্ডকে ১২৩ রানে গুটিয়ে দিয়ে রঞ্জিতে বিরাট জয় বাংলার

শাহবাজ আহমেদ। ছবি- সিএবি।

Bengal vs Nagaland Ranji Trophy 2022-23 Day 3 Live Score: প্রদীপ্ত প্রামানিকের দাপুটে বোলিংয়ের সুবাদে নাগাল্যান্ডকে প্রথম ইনিংসে অল্প রানে গুটিয়ে দেয় বাংলা। পালটা ব্যাট করতে নেমে ঈশ্বরন ও সুদীপের জোড়া শতরানের সুবাদে বড়সড় লিড নেন মনোজ তিওয়ারিরা। দ্বিতীয় দফায় নাগাল্যান্ডের ইনিংসে ধস নামান করণ লাল।

ইডেনে রঞ্জি ট্রফির প্রথম ২ ম্য়াচ থেকে বাংলা সাকুল্যে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। এবার নাগাল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ থেকে বোনাস-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করার হাতছানি রয়েছে মনোজ তিওয়ারিদের সামনে। তবে তার জন্য নাগাল্যান্ডকে ইনিংসে অথবা ১০ উইকেটে হারাতে হবে। দ্বিতীয় দিনের শেষেই প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নিয়েছিল বাংলা। তৃতীয় দিনে মনোজরা সেই লিড আরও বাড়িয়ে নেন। তৃতীয় দিনেই বাংলার বোলাররা নাগাল্যান্ডের দ্বিতীয় ইনিংস অতি সস্তায় গুটিয়ে দেন। ফলে এক দিন বাকি থাকতেই ইনিংসে ম্যাচ জেতেন মনোজ তিওয়ারিরা।

29 Dec 2022, 04:09:48 PM IST

ম্যাচের সেরা প্রদীপ্ত

প্রথম ইনিংসে ২৪.৪ ওভার বল করে ৪টি মেডেন-সহ ৪৩ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক। দ্বিতীয় ইনিংসে তিনি ১৩ ওভার বল করে ৩টি মেডেন-সহ ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। দুই ইনিংস মিলিয়ে মোট ৮টি উইকেট সংগ্রহ করে ম্য়াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন প্রদীপ্ত প্রামানিক।

29 Dec 2022, 04:07:03 PM IST

৭ পয়েন্ট ঘরে তুলল বাংলা

সরাসরি ম্যাচ জিতলে বাংলার হাতে আসত ৬ পয়েন্ট। তবে নাগাল্যান্ডকে এক ইনিংসের ব্যবধানে পরাজিত করার সুবাদে বোনাস-সহ ৭ পয়েন্ট ঘরে তোলেন মনোজ তিওয়ারিরা। ৩ ম্যাচে বাংলার সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ১৬ পয়েন্ট। আপাতত তারা উত্তরাখণ্ডকে টপকে এলিট-এ গ্রুপের এক নম্বরে উঠে আসে।

29 Dec 2022, 03:18:30 PM IST

ইনিংসে জয় বাংলার

প্রথম ইনিংসের নিরিখে ২৮৪ রানে পিছিয়ে থাকা নাগাল্যান্ড দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ১২৩ রান। সুতরাং, এক ইনিংস ও ১৬১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বাংলা।

29 Dec 2022, 03:14:41 PM IST

দ্বিতীয় ইনিংসে অল-আউট নাগাল্যান্ড

৪৫.৩ ওভারে শাহবাজ আহমেদের বলে অভিমন্যু ঈশ্বরনের হাতে ধরা পড়েন হপংকিউ। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি নাগাল্য়ান্ড দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১২৩ রানে। ৪ বলে ২ রান করে অপরাজিত থাকেন কেঁসে। করণ লাল ৪৭ রানে ৫টি উইকেট নেন। ৩৮ রানে ৩টি উইকেট নেন শাহবাজ আহমেদ। ২৪ রানে ২টি উইেট নেন প্রদীপ্ত প্রামানিক।

29 Dec 2022, 03:11:49 PM IST

শাহবাদের দ্বিতীয় শিকার নাগাহো

৪৫.২ ওভারে শাহবাজ আহমেদের বলে কৌশিক ঘোষের হাতে ধরা পড়েন নাগাহো। ৯ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। নাগাল্যান্ড ১২৩ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হপংকিউ।

29 Dec 2022, 03:05:17 PM IST

শ্রীকান্তের উইকেট তুলে নিলেন শাহবাজ

৪৩.৪ ওভারে শাহবাজ আহমেদের বলে মনোজ তিওয়ারির হাতে ধরা পড়েন শ্রীকান্ত মুন্ধে। ৮১ বলে ২৮ রান করেন তিনি। মারেন ২টি চার। নাগাল্যান্ড ১২০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেঁসে।

29 Dec 2022, 03:00:38 PM IST

৫ উইকেট করণ লালের

৪২.২ ওভারে করণ লালের বলে সুদীপ ঘরামির হাতে ধরা পড়েন ইমলিবতি লেমতুর। ২৪ বলে ৫ রান করেন তিনি। নাগাল্যান্ড ১১২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নামেন নাগাহো। করণ লাল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট দখল করেন।

29 Dec 2022, 02:23:40 PM IST

রুপেরো আউট, চায়ের বিরতি

৩৪.৩ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে শাহবাজ আহমেদের হাতে ধরা পড়েন রুপোরো। ২৫ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি চার। নাগাল্যান্ড ৯৭ রানে ৬ উইকেট হারায়। রুপেরো ফেরা মাত্রই চায়ের বিরতি ঘোষিত হয়। এখনও প্রথম ইনিংসের নিরিখে বাংলার থেকে ১৮৭ রানে পিছিয়ে রয়েছে নাগাল্যান্ড। হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট। সুতরাং, তাদের ইনিংস হার এড়ানো মুশকিল দেখাচ্ছে। ১৮ রানে ব্যাট করছেন শ্রীকান্ত। করণ লাল ১৩ ওভার বল করে ৩৪ রানে ৪টি উইকেট নিয়েছেন। ৯.৩ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন প্রদীপ্ত প্রামানিক।

29 Dec 2022, 01:59:41 PM IST

৫ উইকেট হারাল নাগাল্যান্ড

প্রথম ইনিংসে মাত্র ৪ ওভার বল করার সুযোগ পান অভিষেককারী করণ লাল। ১৩ রান খরচ করে কোনও উইকেট পাননি তিনি। তবে দ্বিতীয় ইনিংসে নাগাল্যান্ড শিবিরে ধস নামালেন করণ। প্রথম পাঁচটি উইকেটের মধ্যে একাই ফেরালেন চারজনকে। ২৭.৪ ওভারে করণের বলে প্রদীপ্ত প্রামানিকের হাতে ধরা পড়েন ঝিমোমি। ৩৪ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার। নাগাল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রুপেরো।

29 Dec 2022, 01:23:59 PM IST

চেতনকে ফেরালেন করণ

১৮.৪ ওভারে করণ লালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন চেতন বিস্ট। ৫ বলে ৪ রান করেন তিনি। নাগাল্য়ান্ড দ্বিতীয় ইনিংসে ৫৭ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বসে। ব্যাট করতে নামেন ঝিমোমি। করণ ৬ ওভারে ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

29 Dec 2022, 01:14:27 PM IST

করণের দ্বিতীয় শিকার জোনাথন

১৬.৫ ওভারে করণ লালের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জোনাথন। ২ বলে ২ রান করেন তিনি। নাগাল্যান্ড ৫৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতন বিস্ট।

29 Dec 2022, 01:09:52 PM IST

জোশুয়াকে ফেরালেন প্রদীপ্ত

১৫.৬ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে মনোজ তিওয়ারির হাতে ধরা পড়েন জোশুয়া। ৪৩ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৪টি চার। নাগাল্যান্ড৫০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোনাথন।

29 Dec 2022, 01:06:22 PM IST

যুগন্ধরকে ফেরালেন করণ লাল

১৪.১ ওভারে করণ লালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন যুগন্ধর। ৪৮ বলে ১৯ রান করেন তিনি। মারেন ৩টি চার। নাগাল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রীকান্ত মুন্ধ।

29 Dec 2022, 12:30:32 PM IST

নাগাল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু

দ্বিতীয় ইনিংসে নাগাল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন যুগন্ধর ও জোশুয়া। ৫.৪ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে নাগাল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৭ রান। জোশুয়া ১৩ ও যুগন্ধর ২ রানে ব্যাট করছেন।

29 Dec 2022, 11:54:52 AM IST

হাফ-সেঞ্চুরি মনোজের, ব্যাট ছাড়ল বাংলা

৪টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মনোজ তিওয়ারি। ৯৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪৫০ রান তুলে বাংলা তাদের প্রথম ইনিংস ডিক্লেয়াক করে দেয়। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে বাংলা এগিয়ে থাকে ২৮৪ রানে। মনোজ ৬০ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ৫৫ বলে ৭৫ রান করে নট-আউট থাকেন শাহবাজ আহমেদ।

29 Dec 2022, 11:04:55 AM IST

হাফ-সেঞ্চুরি শাহবাজের, লাঞ্চের বিরতি

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শাহবাজ আহমেদ। তৃতীয় দিনের লাঞ্চে ৯৪ ওভার ব্যাট করে বাংলার স্কোর ৪ উইকেটে ৪৪৪ রান। ৪৭ বলে ৭১ রান করেছেন শাহবাজ। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা মেরেছেন। ৫৬ বলে ৪৯ রান করেছেন মনোজ তিওয়ারি। তিনি ৪টি চার মেরেছেন। নাগাল্যান্ডের ১৬৬ রানকে ছাপিয়ে বাংলাহ হাতে লিড রয়েছে ২৭৮ রানের।

29 Dec 2022, 10:37:55 AM IST

বাংলার লিড ছাড়াল ২০০

৮৯ ওবার শেষে বাংলার সংগ্রহ ৪ উইকেটে ৩৮১ রান। সুতরাং, বাংলার হাতে লিড রয়েছে ২১৫ রানের। মনোজ ৪৫ বলে ৩৯ রান করেছেন। ২৭ বলে ২০ রান করেছেন শাহবাজ। মনোজ ৪টি চার মেরেছেন। শাহবাজ ১টি ছক্কা হাঁকিয়েছেন।

29 Dec 2022, 10:05:26 AM IST

তৃতীয় দিনের খেলা শুরু

নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় তৃতীয় দিনের খেলা। ব্যাট করতে নামেন গত দিনের দুই অপরাজিত ব্যাটার মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ। ৮৫ ওভার শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ৩৪৯ রান। বাংলার হাতে লিড ১৮৩ রানের। মনোজ ২০ ও শাহবাজ ৮ রানে ব্যাট করছেন।

29 Dec 2022, 08:54:43 AM IST

নির্ধারিত সময়ে শুরু হয়নি তৃতীয় দিনের খেলা

মন্দ আলোয় নির্ধারিত সময়ে শুরু করা যায়নি তৃতীয় দিনের খেলা। ইতিমধ্যেই প্রথম দু'দিনে বেশ কিছু ওভার নষ্ট হয়েছে পর্যাপ্ত আলো না থাকায়। তৃতীয় দিনে ৯০ ওভারের কোটা পূর্ণ করা যাবে কিনা, সংশয় রয়েছে সেই বিষয়েও।

29 Dec 2022, 08:51:49 AM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনের শুরুতেই নাগাল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৬৬ রানের মাথায়। প্রদীপ্ত প্রামানিক একাই ৬টি উইকেট দখল করেন। পালটা ব্যাট করতে নেমে বাংলা দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান তোলে। সুতরাং, দ্বিতীয় দিনেই বাংলা লিড নেয় ১৭০ রানের। অভিমন্যু ঈশ্বরন ১৭০ ও সুদীপ ঘরামি ১০৪ রান করে আউট হন। ২৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন মনোজ তিওয়ারি। ৬ বলে ১ রান করে নট-আউট থাকেন শাহবাজ আহমেদ।

29 Dec 2022, 08:51:49 AM IST

প্রথম দিনের স্কোর

টস জিতে শুরুতে ব্যাট করতে নামা নাগাল্যান্ড প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তোলে। প্রথম দিনে তারা সাকুল্যে ৬২ ওভার ব্যাট করে। চেতন বিস্ট দলের হয়ে সব থেকে বেশি ৬৪ রান করেন। এছাড়া জোনাথন ও লেমতুর, উভয়েই ২৫ রান করে যোগদান রাখেন দলের ইনিংসে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তেরঙা জড়ানো কফিনে মাথা রেখে কান্না, কাশ্মীরে মৃত নৌসেনা স্বামীকে স্যালুট নববধূর সামনেই ছিল বন্দুক, কলমা পড়ে পহেলগাঁওয়ে প্রাণ বাঁচল ‘বামপন্থী’ বাঙালি অধ্যাপকের কাশ্মীর থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা, খোলা হল হেল্পলাইন, নম্বরটা রেখে দিন মঙ্গলবার পহেলগাঁওয়েই ছিলেন ওঁরা! এখনও কাশ্মীরে কোলাঘাটের অন্তত ১০০ পর্যটক ‘ভূ-স্বর্গ কাশ্মীর নরকে পরিণত হচ্ছে…,' পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সরব সলমন 'প্রাণ দিতে তৈরি!' ডাল লেকের ধারে উঠল আওয়াজ, অতিথির পাশে কাশ্মীর সূর্যের সঙ্গে হাত মিলিয়ে শুক্রও ভরাবেন বহু রাশির ভাগ্য! ভাগ্যবান ৩ রাশি হাজার হাজার শিক্ষক নিয়োগ হবে, চাকরিহারা বিক্ষোভের মাঝে বড় আপডেট! শীঘ্রই পহেলগাঁও হামলার যোগ্য জবাব দেওয়া হবে, কাউকে রেহাই নয়, হুংকার রাজনাথের 'বলিউড এখন অনেক উন্নতি করেছে...', ৮০ দশকের সিনেমার প্রসঙ্গ টেনে কী বললেন আমির?

Latest sports News in Bangla

কালবৈশাখী ও খারাপ আলো, ১০৫ মিনিট পরে পরিত্যক্ত ম্যাচ! বাংলাদেশে অবাক করা ঘটনা EB-র পথেই হাঁটছে I-League 2 জয়ী ডায়মন্ড হারবার, ট্রফি দিতে ডাক ক্রীড়ামন্ত্রীকে শেফিল্ডের হার, ম্যাচের পরেই হামজা চৌধুরীর উপর আক্রমণ! নেপথ্যে বার্নলির সমর্থক Neeraj Chopra Classic: বড় ঘোষণা! নতুন স্বপ্নপূরণের লক্ষ্যে ভারতের সোনার ছেলে Super Cup-এ হারের ধাক্কা সামলাতে পারল না! অবসর ঘোষণা ইস্টবেঙ্গল তারকার, রিপোর্ট মোহনবাগানের দ্বিতীয় সারির দলও সেরা! Super Cup-র কোয়ার্টারে নামার আগে বলছেন নোয়াহ দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ! কেরালার কাছে হারের দায় কার উপর চাপালেন ব্রুজো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে শেষ আটে মোহনবাগানের সামনে কেরালা সুপার কাপে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মুখে কেরালা, কোথায় দেখবেন ম্যাচ? চার্চিলকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা আপিল কমিটির! বিশ্ব ক্রীড়া আদালতে যাচ্ছে কাশী

IPL 2025 News in Bangla

ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো উপেক্ষার একানায় LSG-কে জবাব রাহুলের, দিল্লির জয়ের মঞ্চ গড়লেন বাংলার ২ ক্রিকেটার DC-র বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করে শূন্য রানে বোল্ড পন্ত, বিরক্তির হাসি গোয়েঙ্কার!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.