
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি
জুনিয়র ক্রিকেটকে চোটমুক্ত করতে নানা ধরনের ভাবনাচিন্তা করছে আইসিসি।তার অঙ্গ হিসেবে আইসিসি জুনিয়র ক্রিকেটে কনকাশনের প্রভাব কমানোর ক্ষেত্রে উদ্যোগ নিচ্ছে। কনকাশন জুনিয়র ক্রিকেটারদের শরীরের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই এই ধরনের ভাবনাচিন্তা আইসিসির।
ফলে অনূর্ধ্ব-১৮ পর্যন্ত যাবতীয় ক্রিকেটকে বাউন্সারহীন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু মাইকেল ভনের মতো প্রাক্তন ক্রিকেটার এই প্রস্তাবকে হাস্যকর বলে মনে করেন। লন্ডনের এক কাগজের কলামে ভন লিখেছেন, ‘এই ধরনের পরামর্শ একেবারে হাস্যকর। পৃথিবীতে আমরা এর থেকেও অনেক বেশি ঝুঁকি নিয়ে বেঁচে থাকি। যে জুনিয়র পর্যায় থেকে সিনিয়র ক্রিকেটে পা দিচ্ছে, তার কাছে প্রথমবার বাউন্সারের মুখোমুখি হওয়া আরও বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারে। আমি কোনওভাবেই এই মতামতকে সমর্থন করি না।'
ভন আরও বলেন, ‘জুনিয়র পর্যায়ে যে সব ক্রিকেটার খেলে, আমি তাদের অনেককে দেখেছি। আমার ছেলেও তো এখন জুনিয়র পর্যায়ে খেলে। কয়েকটা বাউন্সার বা শর্টপিচ বল ওই লেভেলে বোলাররা করে ঠিকই, কিন্তু ওদের শারীরিক ক্ষমতা তখন এতটাই কম থাকে যে তার গতি খুবই কম হয়। ওই পর্যায়ে নেটে বাউন্সার বন্ধ করা যেতে পারে। তাহলে বাউন্সার কীভাবে খেলতে হয়, তা শেখানো যাবে না। বাউন্সার যদি জুনিয়র পর্যায়ে বন্ধ করি, তাহলে তা সিনিয়র পর্যায়েও তা বন্ধ করতে হবে। কারণ জুনিয়র পর্যায়ে অনুশীলন না করে হঠাৎ করে সিনিয়র পর্যায়ে তা খেললে কনকাশনের পরিমাণ বাড়তে পারে।'
প্রসঙ্গত অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর ঘটনার পর থেকেই বাউন্সার ব্যাপারটি নিয়ে নড়েচড়ে বসেছিল গোটা ক্রিকেট বিশ্ব। ২৫ বছরের হিউজের ঘাড়ে লেগেছিল শন অ্যাবটের বল। তারপরের ঘটনা কারও অজানা নয়। ভন বলেছেন, ‘এখন বাউন্সার মোকাবিলা করার জন্য ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো সরঞ্জাম ব্যবহার করেন। হিউজের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে বাউন্সারের আঘাতে দুর্ঘটনার সংখ্যা এখন খুবই কম।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports