শুভব্রত মুখার্জি: কয়েকমাস পর থেকেই শুরু হবে প্যারিস অলিম্পিক গেমসের আসর। প্রতিবারের মত এবারেও এই গেমসে ব্যাডমিন্টন বিভাগ থেকে ভারতের পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। তার আগেই কিছুটা হলেও খারাপ খবর এল ভারতীয় ক্রীড়ার সমর্থকদের জন্য। ভারতীয় পুরুষ ব্যাডমিন্টনের অন্যতম তারকা বি সাই প্রণীত অবসরের ঘোষণা করলেন। সোমবারেই আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণা করলেন তিনি। বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতাতে ব্রোঞ্জ জয়ী তারকা আচমকাই অবসর নিয়ে নিলেন ব্যাডমিন্টন থেকে। ৩১ বছর বয়সী তারকার এই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত কিছুটা হলেও বিস্মিত করেছে বিশেষজ্ঞদের।
আরও পড়ুন… PAK vs AUS: পাকিস্তান সফরে যাবেন না ক্যামরন গ্রিন! ভারতের বিরুদ্ধে গেমপ্ল্যান তৈরি করছে অস্ট্রেলিয়া
প্রসঙ্গত বি সাই প্রণীতের হাত ধরেই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের খরা কেটেছিল। ৩৬ বছরের খরা কাটিয়েছিলেন এই তারকা শাটলার। ২০১৯ সালে তিনি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ব্রোঞ্জ জিততে সমর্থ হয়েছিলেন। অবসর নিয়ে বি সাই প্রণীত জানিয়েছেন তাঁর কেরিয়ারে তাঁর সবথেকে বড় আক্ষেপ হল কোনও দিন অলিম্পিক্স পদক জিততে না পারা। তিনি জানিয়েছেন, ‘আমার কেরিয়ারে চড়াই, উতরাই রয়েছে অনেকটাই। তবে আমি আমার কেরিয়ার নিয়ে একেবারেই খুশি নয়। আমি আমার কেরিয়ার নিয়ে খুশি। আমি আমার কেরিয়ারে যা পেয়েছি তাতে আমি খুব খুশি। আমি জানি আমি আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারতাম। তবে আমাকে অনেকেই মনে রাখবেন অন্যতম সেরা সিঙ্গেলস খেলোয়াড় হিসেবে। যা আমার কাছে খুবই স্বস্তিদায়ক।’
আরও পড়ুন… IND vs ENG 5th Test: হেলিকপ্টারে করে বিলাসপুর যাবেন দ্রাবিড় ও রোহিত! মঙ্গলবার দুপুরে শুরু ভারতের অনুশীলন
আরও পড়ুন… শুরু হয়ে গেল দলবদলের খেলা! মোহনবাগান ছেড়ে চেন্নাইয়িন এফসির পথে কিয়ান নাসিরি- রিপোর্ট
তিনি আরও যোগ করে বলেন, ‘আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টু্র্নামেন্ট জিতেছি। তবে আমার জীবনে সবথেকে বড় আক্ষেপ হল অলিম্পিক গেমসে কোন পদক না জেতা। শেষ ১২ মাসে আমার খুব একটা ভালো সময় যায়নি। আমার পারফরম্যান্স খুব ভালো ছিল না। সেই কারণে আমি এটা নিয়ে আগেও ভেবেছি। ক্রমতালিকায় আমি অনেকটাই নীচে নেমে যাই। আমার ছোটখাট বেশ কিছু চোট ছিল। আর তারপরেই আমি চিন্তা করে নিই যে এবার সময় এসেছে আলবিদা জানানোর।’ অবসরের পরে এবার বি সাই প্রণীত আমেরিকাকে যাবেন। তিনি জানিয়েছেন সেখানে তিনি নর্থ ক্যারোলিনাতে একটি ক্লাবে কোচের চাকরি নেবেন। ২০১৬ কানাডা ওপেন, ২০১৭ সালে থাইল্যান্ড ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।