Riyan Parag smashes 34 runs in an over: ৬, ৬, ৬, ৬, ৪, ৬ - এক ওভারে ৩৪ রান রিয়ানের! T20-তে ৩৫ বলে করলেন ৯৬- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 24 Feb 2023, 03:03 PM IST- )
সেই ওভারের পর আলাদাই ছন্দে খেলতে থাকেন রিয়ান। ৩৬ বলে ৪৩ রান করে স্বরূপম আউট হয়ে গেলেও রিয়ান নিজের ছন্দে খেলতে থাকেন। শেষপর্যন্ত ১৮.৪ ওভারে ৩৫ বলে ৯৬ রান কর আউট হয়ে যান। যে ঘটনায় হতাশ হবেন রিয়ান। কারণ হাতে যা বল ছিল, তাতে রিয়ান অনায়াসে ১২০-১৩০ রান করে ফেলতে পারতেন। সেইসঙ্গে রিয়ান আউট হওয়ার পর বাডের রানের গতিও কিছুটা থমকে যায়। রিয়ানের আউটের সময় বাডের স্কোর ছিল ২২০। শেষপর্যন্ত ২০ ওভারে বাডের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ২৩৩ রান।
সেই বিশাল রান তাড়া করতে নেমে কখনও ছন্দ পায়নি ৯১ ইয়ার্ড ক্লাব। রানের বোঝায় পরপর উইকেট হারাতে থাকে। শেষপর্যন্ত ১৯.৫ ওভারে ১৫৫ রানে অল-আউট হয়ে যায় ৯১ ইয়ার্ড ক্লাব। সর্বোচ্চ ২৪ বলে অপরাজিত ৩৯ রান করেন নয় নম্বর ব্যাটার ঋষভ ডেকা। বাডের হয়ে চার ওভারে ৪১ রান দিয়ে চার উইকেট নেন রোহিত সিং। চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন নিপন ডেকা। রিয়ান বল করলেও কোনও উইকেট পাননি। চার ওভারে ৩৬ রান খরচ করেন।
)রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।