Wrestling Weight Rule that disqualified Vinesh: কেন মাত্র ১০০ গ্রামের জন্যে ভিনেশকে বাতিল করা হল অলিম্পিকে? জানুন নিয়ম… Updated: 07 Aug 2024, 01:32 PM IST Abhijit Chowdhury আজ অলিম্পিকে ৫০ কেজি ওজনের মহিলাদের কুস্তি ফাইনালে আমেরিকার সারাহ হিল্ডেব্রান্টের বিরুদ্ধে ম্যাচ ছিল ভিনেশ ফোগটের। তবে সেই ম্যাচ আর হবে না। ভিনেশ প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষিত হওয়ায় আর কোনও পদকও তিনি পাবেন না।