Women employees to get extra leaves: বছরে ১০টি বাড়তি ছুটি পাবেন মহিলা সরকারি কর্মচারীরা! DA দেওয়ার আগে ঘোষণা রাজ্যের Updated: 12 Mar 2024, 08:59 PM IST Ayan Das বর্ধিত হারে মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) জন্য অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তারইমধ্যে মহিলা রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা বাড়ানোর ঘোষণা করা হল। তাঁরা বছরে বাড়তি ১০টি ছুটি পাবেন।