Justice Joymalya Bagchi: তসলিমার বই নিয়ে বাম সরকারের বিরুদ্ধে লড়াই, ২ টাকাও ফি নিতেন- বিচারপতি বাগচী কে? Updated: 06 Mar 2025, 11:44 PM IST Ayan Das কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করা হল। সেই সুপারিশ করেছে কলেজিয়াম। আর সবকিছু ঠিকঠাক থাকবে ২০৩১ সালে ভারতের প্রধান বিচারপতিও হতে পারেন তিনি। আর সেই বিচারপতি বাগচী আদতে কে? তা দেখে নিন।