WB Weather Forecast till 19th January: জাঁকিয়ে শীত বঙ্গে, কাঁপছে কলকাতাও, তবে শীঘ্রই আবহাওয়া বদলে নামবে বৃষ্টি
Updated: 14 Jan 2024, 09:40 AM IST Abhijit Chowdhury 14 Jan 2024 winter, winter in kolkata, kolkata weather today, kolkata temperature, west bengal weather, rain forecast in west bengal, rain forecast in kolkata, rain forecast in south bengal, rain forecast in north bengal, north bengal weather, শীতকাল, কলকাতার আবহাওয়া, ককাতার তাপমাত্রা, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসরবির সকাল সকাল জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে বঙ্গ জুড়ে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে আজ। ওদিকে কলকাতা এবং শহরতলিতেও আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। তবে মকর সংক্রান্তির পর ফের কিছুটা বাড়বে তাপমাত্রা। বদলাবে আবহাওয়া। নামবে বৃষ্টি।
পরবর্তী ফটো গ্যালারি