WB Rain, Heatwave, Weather Forecast till 25th May: সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম, আজ কি কলকাতায় বৃষ্টি হবে? Updated: 19 May 2024, 09:29 AM IST Abhijit Chowdhury সকাল থেকেই মেঘলা আকাশ। তবে সূর্যের তাপ সহ্য করতে না হলেও বাজারে যাওয়া কলকাতাবাসীকে দরদরিয়ে ঘামতে হচ্ছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার আকাশেও দেখা গিয়েছে ধূসর মেঘ। তবে শেষ পর্যন্ত বৃষ্টি কি আজ হবে? কী বলছে আবহাওয়া অফিসের পূর্বাভাস?