'৪০০ পার' স্লোগান তুলে কোনওক্রমে ২৪০-এ গিয়ে ঠেকে বিজেপি। এরই মধ্যে দাল ভাঙানোর খেলায় নেমে বিজেপিকে আরও দু্বল করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই আবহে বড় দাবি করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। এই আবহে শীঘ্রই নয়া 'চমক' আসতে পারে বলে দাবি করেছেন সাকেত।