গত দেড় মাস ধরে বাংলা বক্স অফিসে খোকার দাপট।'মালিককে গিয়ে বল খোকা এসেছে'-সৃজিতের দ্বিতীয় পুরুষের এই ডায়লগ তো রীতিমতো ভাইরাল। দেখতে দেখতে সাফল্যের সঙ্গে ৫০ দিন পার করে ফেলল 'দ্বিতীয় পুরুষ'। রিপোর্ট কার্ড বলছে ইতিমধ্যেই ৪.৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি।