২০২০ সাল থেকেই পূর্ব লাদাখে অস্থির পরিস্থিতি। ভারত ও চিনের মধ্যে প্যানগং সহ একাধিক এলাকা নিয়ে বিবাদ চরমে উঠেছে। এরই মাঝে গালওয়ানে সংঘর্ষ হয় দুই দেশের সেনার। তবে এরপরে বিগত কয়েক বছরে স্থিতাবস্থা আর ফেরেনি। এরই মাঝে এবার পূর্ব সেক্টরে চিনা গতিবিধি বাড়ছে বলে সামনে এল রিপোর্ট।