RG Kar Case Polygraph Test Update: আরজি কর থেকে শিয়ালদার এক সরকারি হাসপাতালে বেশি যাতায়ত, পলিগ্রাফ টেস্টে বলল সঞ্জয় Updated: 07 Sep 2024, 12:43 PM IST Abhijit Chowdhury আরজি কর কাণ্ডে এখনও পর্যন্ত একজনই গ্রেফতার হয়েছে। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। প্রাথমিক ভাবে নাকি সঞ্জয় জেরায় নিজের দোষ স্বীকার করে নিয়েছিল। তবে এখন সে দাবি করছে, সে ধর্ষণ বা খুন কোনওটাই করেনি। এই পরিস্থিতিতে পলিগ্রাফ টেস্টেও সে একাধিক দাবি করেছে।