WB Rain Forecast till 16th April: ইদে ৪০ কিমিতে ঝড় ৪ জেলায়, অনেক জায়গায় বৃষ্টি, ৩ বৈশাখ পর্যন্ত কোথায় বর্ষণ? Updated: 11 Apr 2024, 02:16 AM IST Ayan Das বৃহস্পতিবার ইদের দিনে পশ্চিমবঙ্গের চারটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। বৃষ্টি হবে আরও বেশি সংখ্যক জেলায়। আগামী ৩ বৈশাখ পর্যন্ত রাজ্যের কোথায় কোথায় বৃষ্টি হবে? কবে এবং কোথায় সতর্কতা জারি করা হয়েছে?