শেষবার দেশর রেল পরিষেবা থমকে গিয়েছিল ১৯৭৪ সালে। সেবার টানা ২০ দিন ট্র্যাক দিয়ে ছোটেনি কোনও ট্রেন। ২০২৪ সালে ফের একবার সেই দৃশ্যর পুনরাবৃত্তি ঘটতে পারে দেশে। এমনই হুঁশিয়ারি দিলেন রেলকর্মীরা। তবে কেন ৫০ বছর পর ফের ধর্মঘটের পথে হাঁটার ভাবনা রেলকর্মীদের? জবাব: পুরনো পেনশন স্কিম।