নিজের স্বপ্নের বাড়ি কে না চায়! তবে বাড়ি কেনা তো আর চারটি খানি কথা নয়। লাখ লাখ টাকা খরচ হয় স্বপ্নের নীড় কিনতে। বেশিরভাগ ক্ষেত্রেই নতুন ফ্ল্যাট কেনার দিকেই ঝোঁকেন খদ্দেররা। অনেক সময় তাতে আকর্ষণীয় ছাড় পান। ব্যাঙ্ক ঋণের ক্ষেত্রেও সুবিধা পাওয়া যায়। তবে এর ভোগান্তিও রয়েছে।