Primary TET pass marks: ৮৩ নয়, ৮২ নম্বর পেলেই প্রাথমিক টেট পাশ! ২০২২ সালের শিক্ষক নিয়োগে অংশ নিতে পারবে? Updated: 07 Sep 2023, 12:14 PM IST Ayan Das ২০১৪ সালের প্রাথমিক টেটের প্রেক্ষিতে সংরক্ষিত প্রার্থীদের পাশ মার্কস নিয়ে মামলা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে পাশ মার্কস নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্ট। সেই পাশ মার্কস পেলে তাঁরা ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।