PM Modi served tea by robot: মোদীর জন্য চা নিয়ে এল রোবট, সঙ্গে স্যান্ডউইচ, হাসিমুখে কাপ নিলেন প্রধানমন্ত্রী Updated: 27 Sep 2023, 06:14 PM IST Ayan Das বুধবার গুজরাটে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমদাবাদের সায়েন্স সিটি ঘুরে দেখেন তিনি। সেখানে তাঁকে চা দেয় রোবট। তিনি রোবটিক্স গ্যালারি পরিদর্শন করেন। তাঁকে চা এবং স্যান্ডউইচ দেয় রোবট। যা নিয়ে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন।