দুর্গাপুজো মিটে গেলেই সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। অক্টোবরে সেই দুটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আছে। যা কোজাগরী লক্ষ্মীপুজো এবং কালীপুজোর আশপাশে হতে পারে। তবে দুর্গাপুজোয় সেরকম কোনও ভ্রুকূটি নেই। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পশ্চিমবঙ্গের কেমন আবহাওয়া থাকবে?