এই এমকিউ-৯বি সিরিজের ড্রোন দিয়েই সোলেমানি, জাওয়াহিরিকে খতম করেছিল আমেরিকা। এখন সেই ড্রোনই কিনতে চলেছে ভারত। এই নিয়ে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফরের সময় এই ড্রোন কেনার আনুষ্ঠানিক ঘোষণা হবে এবং চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।