ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী ব্রিগেটের জন্য চন্দনকাঠের বাক্সে ভরে একটি পচমপল্লী শাড়ি উপহার দিয়েছেন মোদী। প্রসঙ্গত, অন্ধ্র ও ওড়িশার সীমান্তের এক এলাকায় পচমপল্লী শাড়ির চল রয়েছে। এই ধরনের শাড়িতে সাধারণত সিল্ক ও সম্বলপুরী নক্সার মিশেল থাকে, যা রীতিমতো তাক লাগায়।