Minority Scholarship Scam of ₹144 Crores: সংখ্যালঘু বৃত্তি নিয়ে দুর্নীতি, সরকারের লোকসান ১৪৪ কোটির, এফআইআর করল সিবিআই Updated: 31 Aug 2023, 02:36 PM IST Abhijit Chowdhury ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত সংখ্যালঘু বৃত্তির নামে দুর্নীতি হয়েছে দেশ জুড়ে। এই দুর্নীতির জেরে কেন্দ্রীয় সরকারের লোকসান হয়েছে প্রায় ১৪৪ কোটি টাকা। গত সোমবার এই দুর্নীতি কাণ্ডে এফআইআর করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।