Winter update in West Bengal: বাংলায় আরও বাড়বে ঠান্ডা! জলদি কলকাতায় পারদ নামবে ১৯ ডিগ্রিতে, জাঁকিয়ে শীত কবে? Updated: 22 Nov 2023, 08:12 PM IST Ayan Das নভেম্বরের শেষের দিকে আরও ঠান্ডা বাড়তে চলেছে। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের তাপমাত্রা আরও কমে যাবে। জাঁকিয়ে শীত এখনও না পড়লেও ঠান্ডার আমেজ বেশ মালুম হবে। কতটা ঠান্ডা কমবে এবং বৃষ্টি হবে কিনা, তা দেখে নিন।