MBSG vs EBFC, LIVE Streaming: বাগানের বদলার ম্যাচ, লাল-হলুদ বদলাতে চায় ইতিহাস,কোথায়,কীভাবে ফ্রি-তে দেখবেন কলকাতা ডার্বি?
Updated: 02 Feb 2024, 10:32 PM IST Tania Roy 02 Feb 2024 Mohun Bagan SG vs East Bengal FC, Indian Super League 2023-24, ISL 2023-24, Kolkata Derby, Mohun Bagan SG, East Bengal FC, Bengali Sports News, মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল এফসি, কলকাতা ডার্বি, আইএসএল ২০২৩-২৪চলতি মরশুমে ডার্বির স্কোরলাইন ২-১। এগিয়ে ইস্টবেঙ্গল। সুপার কাপ জেতায় আত্মবিশ্বাস বেড়েছে। মোমেন্টামও পেয়ে গিয়েছে কুয়াদ্রাতের দল। তবে হাবাসের ছোঁয়ায় বাগান ফুটছে টগবগ করে। আন্তোনিয়ো লোপেজ হাবাস কখনও ডার্বি হারেনি। আর এটাই যেন মোহনবাগানের আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিয়েছে।
এই মরশুমে অবশ্য ইতিমধ্যেই তিনটি ডার্বি হয়ে গিয়েছে। তার মধ্যে একটিতে জিতেছে মোহনবাগান এসজি এবং দু'টিতে জিতেছে ইস্টবেঙ্গল। ১৫ দিন আগে সুপার কাপে ডার্বিতে হেরেছিল মোহনবাগান। তাই তাদের কাছে এই ম্যাচ বদলার। আইএসএলে আবার ইস্টবেঙ্গল কখনও ডার্বি জেতেনি। লাল-হলুদ তাই ইতিহাস বদলাতে মরিয়া। মাঠে না গিয়েও কীভাবে, কোথায় টানটান উত্তেজনার ডার্বির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন, জেনে নিন বিস্তারিত ভাবে।
পরবর্তী ফটো গ্যালারি