কেন্দ্রের সঙ্গে নতুন আবগারি শুল্ক নীতি নিয়ে বিরোধের জেরে শনিবার থেকে ১ অগস্ট থেকে শুধুমাত্র সরকার চালিত মদের দোকানগুলিই খোলা থাকবে দিল্লিতে। ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া শনিবার এই কথা জানান। নয়া আবগারি নীতি লাগু না হওয়া পর্যন্ত তাই রাজধানীতে মদের আকাল দেখা যেতে পারে।