আগামিকাল বড়দিন। তবে তার আগে আজই কলকাতায় তাপমাত্রার পারদ চড়ল। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। এদিকে কুয়াশা বাড়বে। বড়দিন থেকে নতুন বছরের মধ্যে পশ্চিমবঙ্গে পারদ ঊর্ধ্বমুখী থাকবে। উত্তর বঙ্গোপসাগরে আবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আর তার জেরেই উত্তুরে হাওয়া ঢুকতে পারছে না পশ্চিমবঙ্গে। এই কারণেই পারদ চড়ছে।