Jet Airways Latest Update: গতবছরই মিলেছিল DGCA-র ছাড়পত্র, তাও বিশ বাঁও জলে জেটের আকাশে ওড়ার পরিকল্পনা! Updated: 19 Jan 2024, 03:51 PM IST Abhijit Chowdhury গতবছর জুলাই মাসে এয়ার অপারেশন সার্টিফিকেট পায় জেট এয়ার। তবে এখনও এই উড়ান সংস্থার চালু হওয়ার কোনও নাম-গন্ধ নেই। আপাতত জেটের আকাশে ওড়ার পরিকল্পনা বিশ বাঁও জলে বলে সুপ্রিম কোর্টকে জানাল এসবিআই-এর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম।