IndiGo Pilot Assault Case: 'পাইলটকে ঘুষি মারার ঘটনার আড়ালে নিজেদের ভুল লুকোচ্ছে ইন্ডিগো', বিস্ফোরক দাবি বিমানযাত্রীর
Updated: 17 Jan 2024, 07:59 AM IST Abhijit Chowdhury 17 Jan 2024 indigo, indigo pilot assault case, indigo pilot assault, indigo flight, indigo airlines, ইন্ডিগো এয়ারলাইন্স, দিল্লি, দিল্লি বিমানবন্দর, ইন্ডিগোর পাইলটকে ঘুষি, ইন্ডিগোর বিরুদ্ধে বিস্ফোরক যাত্রীবাজে আবহাওয়া এবং কুয়াশার জেরে বিগত বেশ কয়েকদিন ধরেই দিল্লিতে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। গত শনি ও রবিবার এই পরিস্থিতি যেন চরম আকার ধারণ করে। আর তারই মধ্যে ইন্ডিগোর পাইলটকে ঘুষি মেরে শিরোনামে উঠে আসেন সাহিল কাটারিয়া নামক এক যাত্রী। এবার সেদিনের ঘটনাপ্রবাহ নিয়ে মুখ খুললেন সেই বিমানেরই অপর এক যাত্রী।
পরবর্তী ফটো গ্যালারি