রবিবার চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হল। দুটি রাজ্য (ছত্তিশগড় এবং রাজস্থান) হাতছাড়া হল কংগ্রেসের। হাতে এল একটি রাজ্য (তেলাঙ্গানা)। অন্যদিকে, বিজেপির হাতে দুটি রাজ্য (ছত্তিশগড় এবং রাজস্থান)। তারপর ভারতের কোন রাজ্যে কোন দল ক্ষমতায় আছে, তা দেখে নিন।