India vs Bangladesh Foreign Reserve: কমল ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ভারী হল বাংলাদেশের পকেট! ফারাক কত দুই দেশের? Updated: 24 Dec 2024, 01:41 PM IST Abhijit Chowdhury সম্প্রতি কমেছে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ। এদিকে বেড়েছে বাংলাদেশের রিজার্ভ। অবশ্য বাংলাদেশের তুলনায় স্বভাবতই ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ অনেক গুণ বেশি। অপরদিকে ভারতের অপর প্রতিবেশী পাকিস্তানের অবস্থা বাংলাদেশের থেকে শোচনীয়।