ICC CWC 2023: বাবরদের বিদেশি পুরো কোচিং স্টাফদের ছাঁটাইয়ের পথে পাকিস্তান- রিপোর্ট Updated: 14 Nov 2023, 04:25 PM IST Tania Roy পাকিস্তান দলের রদলবদল শুরু হয়ে গেল। স্থানীয় একটি সংবাদ চ্যানেলের খবর অনুযায়ী, পাকিস্তানের প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন, টিম ডিরেক্টর মিকি আর্থার এবং ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিককে বরখাস্ত করার পথে পিসিবি।