জম্মু ও কাশ্মীর ছাড়াও আরও ৮ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ‘সংখ্যালঘু’ হিন্দুরা, জানতেন?
Updated: 28 Mar 2022, 12:58 PM IST Abhijit Chowdhury 28 Mar 2022 hindu, hindu minority, hindu minority states, jammu and kashmir, north east, hindus in north east, lakshadweep, হিন্দু, হিন্দুরা যেসব রাজ্যে সংখ্যালঘু, জম্মু ও কাশ্মীর, উত্তর পূর্বে হিন্দুভারতে সংখ্যালঘু মর্যাদা পায় শুধুমাত্র ছ'টি সম্প্রদায় - খ্রিস্টান, শিখ, মুসলিম, বৌদ্ধ, পার্সি এবং জৈন। তবে জম্মু ও কাশ্মীরের মতো আরও বহু রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সংখ্যালঘুদের থেকে সংখ্যায় কম হিন্দুরা। সম্প্রতি বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় জনস্বার্থ মামলা দায়েক করে দাবি করেন, দেশের ৯টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুরা সংখ্যালঘু। তবে শিক্ষাক্ষেত্রে তারা সংখ্যালঘুর সুযোগ সুবিধা পান না।
পরবর্তী ফটো গ্যালারি