গত পাঁচদিনে এই নিয়ে চতুর্থ বারের মতো সোনার দাম বাড়ল আজ। এর আগে গত ১০ অগস্ট কলকাতায় ১০ গ্রামে ৬৫০ টাকা দাম বেড়েছিল সোনার। এরপর ১১ তারিখ বাড়ে ২০০ টাকা। ১৩ তারিখ বেড়েছিল ১৫০ টাকা। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজও বাড়ল সোনার দাম। মাঝে ১২ অগস্ট অপরির্তিত ছিল রেট।