Gold and Silver Price cut in Kolkata: ৪ দিনে একবারও বাড়ল না দর, বুধেও লক্ষ্মীর নজর সোনায়, কলকাতায় ফের দাম কমল হলুদ ধাতু Updated: 26 Jun 2024, 11:54 AM IST Abhijit Chowdhury চারদিনে একবারও বাড়ল না সোনার দাম। গত ২৩ জুন এক ধাক্কায় ১০ গ্রামে ৯৫০ টাকা দাম কমেছিল ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম। এরপর ২৪ এবং ২৫ জুন সোনার দাম অপরিবর্তিত ছিল। আর আজ, ২৬ জুন ফের একবার সোনার দাম কমল। এই আবহে আজ কলকাতায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু?