Abuses hurled at Australian family: ভারতীয় হয়েও অজিদের সমর্থন? ‘নোংরামোর’ শিকার ম্যাক্সির স্ত্রী, ‘হুমকি হেডের বউকে’ Updated: 20 Nov 2023, 05:05 PM IST Ayan Das বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ভারত। তারপর ভারতীয় খেলোয়াড়দের মন ভেঙে গেলেও তাঁরা এমন কোনও কাজ করেননি, যা একেবারেই কাম্য নয়। কিন্তু গুটিকয়েক সমর্থকের বিরুদ্ধে নোংরামোর অভিযোগ উঠল। বিষয়টি নিয়ে সরব হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রী।