উত্তরপ্রদেশের রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এখন বিনামূল্যে রেশন বিতরণের তারিখ ৩ থেকে বাড়িয়ে ৫ অগস্ট করা হয়েছে। খাদ্য কমিশনার সৌরভ বাবু এই তথ্য জানিয়েছেন। মে মাসে জানানো হয়েছিল, জুলাই মাসেও রেশনের সঙ্গে আয়োডিনযুক্ত লবণ, পরিশোধিত সয়াবিন তেল, গোটা চানা সহ তিন কেজি চিনি বিনামূল্যে দেওয়া হবে অন্ত্যোদয় কার্ডধারীদের।