সম্প্রতি প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রেখেছে ভারত। দেশে গড়ে উঠেছে বহু নতুন মহাসড়ক, বিমানবন্দর। এদিকে বিগত কয়েক মাস ধরে ক্রমেই বেড়ে চলেছে আনাজপাতির দাম। এই আবহে মোদী ২.০-এর কাজে কতটা সন্তুষ্ট মানুষ? তা জানতে সমীক্ষা করেছিল ইউগভ, মিন্ট এবং সিপিআর মিলেনিয়াল।