দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেসের জোট হচ্ছে না। ভোট যত এগিয়ে আসছে, তত জল্পনা ছড়াচ্ছিল যে দুই দলের মধ্যে জোট হতে পারে। যে সম্ভাবনা খারিজ করে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। হরিয়ানায় যেভাবে কংগ্রেস জায়গা ছাড়েনি, সেটার বদলা দিল্লিতে নিল আপ।