কার্গিল শহিদ দিবস উপলক্ষ্যে জম্মুতে এক সভায় যোগ দেন রাজনাথ সিং। সেখানে তিনি কার্গিলে ভারতীয় বীর শহিদদের আত্মত্যাগের প্রসঙ্গ তোলেন। রাজনাথ সিং বলেন,' বিভিন্ন দিক নজরে রেখে (কার্গিলে অপরেশন বিজয়ে বিভিন্ন বাহিনীর সংযোগকে নজরে রেখে) আমরা জয়েন্ট থিয়েটার কমান্ড তৈরির পথে এগোচ্ছি।'