Dearness Allowance: মিলবে বকেয়া মহার্ঘ ভাতা? হাই কোর্টের পর্যবেক্ষণে আশার আলো দেখছেন রাজ্য সরকারি কর্মীরা। ২০১০ সাল পর্যন্ত বছরে দু’বার করে মহার্ঘ ভাতা ঢুকত রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। তবে বিগত প্রায় ১১ বছর ধরে বর্ধিত হারে ডিএ পাচ্ছেন না কর্মীরা। মামলা গড়িয়েছে কলকাতা হাই কোর্টে। সেই মামলার শুনানি শেষ হয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। তবে রায়দান স্থগিত রেখেছে উচ্চ আদালত। তবে সেই রায়ের দিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা।