Dearness Allowance: ‘আইনি অধিকার’, পর্যবেক্ষণ হাই কোর্টের, এবার বকেয়া DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা?
Updated: 30 Apr 2022, 07:36 AM IST Abhijit Chowdhury 30 Apr 2022 calcutta high court, dearness allowance, state government employees salary, state govt employees da, 7th pay commission, 7th pay commission pay hike, 7th pay commission da, কলকাতা হাই কোর্ট, মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা মামলা, da case, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়, রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা, bangla news, বাংলা খবরDearness Allowance: মিলবে বকেয়া মহার্ঘ ভাতা? হাই কোর্টের পর্যবেক্ষণে আশার আলো দেখছেন রাজ্য সরকারি কর্মীরা। ২০১০ সাল পর্যন্ত বছরে দু’বার করে মহার্ঘ ভাতা ঢুকত রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। তবে বিগত প্রায় ১১ বছর ধরে বর্ধিত হারে ডিএ পাচ্ছেন না কর্মীরা। মামলা গড়িয়েছে কলকাতা হাই কোর্টে। সেই মামলার শুনানি শেষ হয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। তবে রায়দান স্থগিত রেখেছে উচ্চ আদালত। তবে সেই রায়ের দিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা।
পরবর্তী ফটো গ্যালারি