Cyclonic Circulation Storm and Heavy Rain: আকাশে কালো মেঘের আনাগোনা, জোড়া ফলায় মে মাসের শুরুতেই ভারী বৃষ্টি বহু জায়গায়
Updated: 30 Apr 2024, 12:37 PM IST Abhijit Chowdhury 30 Apr 2024 rain forecast, rain forecast in west bengal, thunderstorm, summer, cyclonic circulation, trough, ঘূর্ণাবর্ত, গ্রীষ্ম, বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সিকিমে বৃষ্টির পূর্বাভাস, ত্রিপুরায় বৃষ্টির পূর্বাভাস, ত্রিপুরায় ঝড়, মেঘালয়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস, অসমে বৃষ্টির পূর্বাভাস, অসমে কবে কবে বৃষ্টির পূর্বাভাস, ত্রিপুরায় কতদিন চলবে বৃষ্টি, west bengal weather, imd weather forecastবাংলায় শীঘ্রই ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় আসতে পারে। অবশ্য এর জন্য তাপমাত্রা খুব একটা হেরফের হবে না উত্তরের জেলাগুলিতে। প্রসঙ্গত, অসমের ওপর এক ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে। যার ফলে আবহাওয়ার এই পরিস্থিতি দেখা যেতে পারে।
পরবর্তী ফটো গ্যালারি