Cyclonic Circulation Rain Forecast by IMD: আজ থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, ঘূর্ণিঝড়ের আগেই নামবে দুর্যোগ
Updated: 06 May 2023, 10:46 AM IST Abhijit Chowdhury 06 May 2023 rain forecast, rain forecast in india, andaman and nicobar islands, bay of bengal, cyclonic circulation, imd weather forecast, আইএমডি, আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড় মোখার আপডেট, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বঙ্গোপসাগর, rain in south bengal, west bengal weatherপশ্চিমবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি কমে গিয়েছে। শনিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকার কথা দক্ষিণবঙ্গে। তবে এরই মাঝে অশনি সঙ্কেত বাজছে সাগরে। ঘনিয়ে আসছে দুর্যোগ। ঘূর্ণিঝড় মোখা নিয়ে তাই আগেভাগেই তৎপরতা শুরু হয়েছে। এদিকে আজই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। আর তার জেরে হবে ভারী বৃষ্টিপাত।
পরবর্তী ফটো গ্যালারি