Cyclone Dana Update and Rain Forecast: সাগরে তৈরি হবে ঘূর্ণিঝড়, বাংলায় কবে আছড়ে পড়বে 'দানা'? কোথায় হবে ভারী বৃষ্টি?
Updated: 20 Oct 2024, 03:10 PM IST Abhijit Chowdhury 20 Oct 2024 rain forecast, cyclone dana update, heavy rain forecast, heavy rain forecast due to low pressure, heavy rain forecast due to cyclone, cyclone over bay of bengal, cyclone impact on kolkata, cyclone impact on west bengal, ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় দানা, বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস২৩ অক্টোবর বুধবার সাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় দানা। সেটি এরপর ২৪ অক্টোবর সকালে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। এই আবহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এমনকী কিছু জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি