China lockdown protest: কোভিড লকডাউন ঘিরে প্রতিবাদে উত্তাল চিন! উঠছে 'গোপন উদ্দেশ্য'-এর তত্ত্ব, সামান্য শিথিল বিধি
Updated: 28 Nov 2022, 03:23 PM IST Sritama Mitra 28 Nov 2022 Chinese protest against Xinping zero covid policy, china lockdown protest, why china is protesting on zero covid issue, জিরো কোভিড ইস্যুতে কেন চিনে প্রতিবাদ করছে, কোভিড লকডাউন ইস্যুতে চিনে প্রতিবাদকোভিডের জেরে চিনে সোমবার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৯,৪৫২ জন। এঁদের মধ্যে ৩৬, ৩০৪ জনের কোনও উপসর্গ নেই। এদিকে শি জিনপিং মসনদে তৃতীয়বার বসার পর এই প্রথম সেদেশে সরকার বিরোধী এতবড় জনরোষ দেখা যাচ্ছে। চিনের বিদেশমন্ত্রক জানাচ্ছে, তাদের আশা, দেশের মানুষ, কমিউনিস্ট পার্টি ও দেশের নেতৃত্বের হাত ধরে তাঁদের ‘কোভিড বিরোধী যুদ্ধে সাফল্য’ আসবে।
পরবর্তী ফটো গ্যালারি