Centre on Jammu and Kashmir Vote: জম্মু ও কাশ্মীরে ভোট কবে? প্রশ্ন বিরোধীদের, কেন্দ্র বলল, ‘আমরা তৈরি, তবে…’ Updated: 06 Dec 2023, 10:47 AM IST Sritama Mitra অমিত শাহ বলেন, ‘এক পতাকা, এক প্রধানমন্ত্রী, এক সংবিধান’ কোনও রাজনৈতিক স্লোগান নয়। আর এতে নিশ্চিতভাবে বিশ্বাস করে বিজেপি। তিনি বলেন এই নীতি জম্মু ও কাশ্মীরের প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে।